এবার কমিশনের ‘কোপে’ মানেকা গান্ধী-আজম খান, নির্বাচনী বিধি ভাঙায় প্রচারে নিষেধাজ্ঞা জারি

সোমবার নির্বাচন কমিশনের ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এই ‘ভর্ৎসনা’র পরেই যেন নড়েচড়ে বসল কমিশন। সোমবার বিকেলেই নির্বাচনী প্রচারে বিরূপ মন্তব্য করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিএসপি নেত্রী মায়াবতীর নির্বাচনী প্রচারে যথাক্রমে তিন দিন এবং দু’দিনের নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। এবার উত্তর প্রদেশের আরও দুই হেভিওয়েট প্রার্থী, বিজেপির মানেকা গান্ধী ও সমাজবাদী পার্টির নেতা আজম খানের ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হল। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৭২ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার করতে পারবেন না আজম খান। অন্যদিকে, কেন্দ্রীয়মন্ত্রী মানেকা গান্ধীকে মঙ্গলবার সকাল ১০ টা থেকে আগামী ৪৮ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কমিশন।
লোকসভা ভোট যত এগিয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে বিজেপি ও বিরোধী নেতাদের আক্রমণ ও প্রতি আক্রমণের পারদ। সেই প্রচারে কেউ সীমা ছাড়িয়ে একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। আবার কেউ ভোটের স্বার্থে ধর্মীয় সমীকরণকে করতে চেয়েছেন হাতিয়ার। ঘটনাচক্রে কমিশনের কোপে পড়া এই চার নেতা-নেত্রীই উত্তরপ্রদেশ থেকে ভোট লড়ছেন বা ওই রাজ্যেরই নেতা।
গত ৭ ই এপ্রিল, বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী নির্বাচনী প্রচারে গিয়ে সাহারানপুর ও বরেলি কেন্দ্রের মুসলিম ভোটারদের সরাসরি সপা-বসপা জোটকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। মায়াবতীর এই বার্তা, একটি বিশেষ ধর্মকে ভোট স্বার্থে ব্যবহারের প্রয়াস বলে দাবি করে বিজেপি ও তার সহযোগীরা। ৯ই এপ্রিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ‘স্টার ক্যাম্পেনার’ যোগী আদিত্যনাথ মিরাটের একটি সভায় মুসলিমদের ‘গ্রিন ভাইরাস’ বলে মন্তব্য করেন। বিজেপি মন্ত্রী তথা প্রার্থী মানেকা গান্ধী সুলতানপুরের নির্বাচনী সভায় মন্তব্য করেন, মুসলিমরা তাঁকে ভোট না দিলে, তিনিও তাঁদের ‘কাজ’ দেবেন না। অন্যদিকে, সমাজবাদী পার্টির নেতা আজম খান, রামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়া প্রদার উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন গত ১৪ ই এপ্রিল।
যোগী আদিত্যনাথ, মায়াবতী ও মানেকা গান্ধীকে তাঁদের মন্তব্যের প্রেক্ষিতে ব্যাখ্যা দিতে বলে নির্বাচন কমিশন। তবে আজম খানের কাছে কোনও ব্যাখ্যা চায়নি কমিশন। কারণ, এর আগে একাধিকবার এমন মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা, বলে কমিশন সূত্রের খবর।

Comments are closed.