ভবানীপুর সহ দুই কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা, মমতার কেন্দ্রে ভোট ৩০ সেপ্টেম্বর

ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। একই দিনে ভোট হবে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে। ভোটের ফল ঘোষণা ৩ অক্টোবর।

করোনা আবহে ভোট গ্রহণের কারণে বেশ কিছু বিধি নিষেধ জারি করেছে কমিশন। রোড-শো, বাইক মিছিল ইত্যাদিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্ডোর মিটিং-এর ক্ষেত্রে মোট আসনের ৩০% অথবা ২০০ জনের মধ্যে যে সংখ্যাটি কম হবে, খোলা জায়গায় ক্ষেত্রেও মোট আসনের ৫০% নিয়ে মিটিং করতে হবে। এছাড়াও একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে কমিশনের তরফে।

রাজ্যের বকেয়া উপনির্বাচন নিয়ে বেশ কয়েকবার নির্বাচন কমিশনের কাছে দরবার করেছে তৃণমূল। তবে শীঘ্রই ভোট করানোর বিরোধিতা করে কমিশনের কাছে আর্জি জানিয়েছিল গেরুয়া শিবির।

উপনির্বাচনে আকর্ষণের কেন্দ্রে রয়েছে ভবানীপুর। মুখ্যমন্ত্রী প্রার্থী হচ্ছেন ভবানীপুরে। এখানকার জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি ইস্তফা দেওয়া পর আসনটি খালি হয়। এদিকে গেরুয়া শিবির মমতার বিপরীতে কাকে প্রার্থী করে এখন সেটাই দেখার।

Comments are closed.