আর্থিক তছরুপ মামলায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে তলব ইডির

আর্থিক তছরুপ মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তলব করল ইডি। তলব করা হয়েছে রাহুল গান্ধীকেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বুধবার এ কথা জানানো হয়েছে। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র তছরুপ মামলায় তলব করা হয়েছে তাঁদের। ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে ২ জুন এবং সোনিয়াকে ৮ জুন ইডির দফতরে হাজির হওয়ার কথা বলা হয়েছে।

২০১৩ সালে দিল্লির ট্রায়াল কোর্টে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা একটি মামলার পর কংগ্রেস নেতাদের বিরুদ্ধে আয়কর বিভাগ। তদন্ত শুরু হয়েছিল৷ অভিযোগে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র অধিগ্রহণে গান্ধীদের বিরুদ্ধে প্রতারণা এবং তহবিল অপব্যবহারের অভিযোগ ছিল৷ সুব্রহ্মনম স্বামীর অভিযোগ ছিল গান্ধীদের অধিগ্রহণ করা সম্পত্তি ন্যাশনাল হেরাল্ডের মালিকানাধীন ছিল। ইয়াং ইন্ডিয়ার মাধ্যমে হওয়া চুক্তিতে গান্ধীদের ৮৬ শতাংশ ছিল। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে এক সংস্থা থেকে প্রকাশিত হত। যার মালিকানা ছিল ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের। এখন ন্যাশনাল হেরাল্ডের মালিকানা কংগ্রেসের হাতে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ নামে ওই সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে ৯০ কোটি টাকা দেনা ছিল তাদের। যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া।

জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে মনমোহন সিংহ আমলেই দুর্নীতির অভিযোগ এনেছিল বিজেপি। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে তোরজোর শুরু করে বিজেপি।

Comments are closed.