প্রায়ত বিখ্যাত গোয়েন্দা সিরিজ একেন বাবুর লেখক সুজন দাশগুপ্ত। বুধবার সকালে কলকাতায় ফ্ল্যাট থেকে লেখকের দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর।
দীর্ঘ দিন ধরেই আমেরিকার বাসিন্দা একেন বাবুর স্রষ্টা। কলকাতায় বাইপাসের ধারে তাঁর একটি ফ্ল্যাট রয়েছে। বেশ কয়েকমাস তিনি কলকাতাতেই থাকছিলেন তিনি। জানা যায়, বুধবার সকালে পরিচারিকা এসে দরজায় খোলার জন্য কলিং বেল বাজালেও কারোর সাড়া পাওয়া যায়না। তারপর দরজা ভেঙে সুজন দাশগুপ্তর নিথর দেহ উদ্ধার করতে হয়।
Related Posts
Comments are closed.