বাড়ছে ইপিএফে সুদের হার, ৮.৫৫ থেকে সুদ বেড়ে হচ্ছে ৮.৬৫ শতাংশ, উপকৃত হবেন ৬ কোটিরও বেশি মানুষ

৩ বছর পর ইপিএফে সুদের হার বাড়াতে চলেছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ঘোষণা করেন ২০১৮-১৯ আর্থিক বছরের জন্য ৮.৬৫ শতাংশ হারে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ পাওয়া যাবে। এতে প্রায় ৬ কোটিরও বেশি চাকরিজীবী উপকৃত হবেন।
শুক্রবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২০১৮-১৯ আর্থিক বছরে ৮.৬৫ হারে ইপিএফ সুদের হার দিতে সম্মতি জানিয়েছে। শীঘ্রই নয়া সুদের হার কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার।
প্রসঙ্গত, ২০১৫-১৬ আর্থিক বছরে ইপিএফ সুদের হার ছিল ৮.৮ শতাংশ, তবে ২০১৬-১৭ আর্থিক বছরে তা কমিয়ে ৮.৬৫ শতাংশ করা হয়। এরপর ২০১৭-১৮ বর্ষে তা আরও কমানো হয়।
ফেব্রুয়ারিতে ইপিএফও সুদ বাড়ানোর ব্যাপারে আলোচনা শুরু করে। এপ্রিলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস চলতি আর্থিক বছরে ০.১০ শতাংশ ইপিএফে সুদের হার বাড়ানোর ব্যাপারে প্রাথমিক সম্মতি দেয় বলে সূত্রের খবর।
ইপিএফে নয়া সুদের হার বাড়ানোর ঘোষণার খবরে স্বভাবতই খুশি চাকরিজীবীরা। অন্যদিকে, অর্থনীতিবিদদের একাংশও কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। এর ফলে বর্তমানে যে চাহিদার অভাব তৈরি হয়েছে, তা কিছুটা হলেও পূরণ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Comments are closed.