কালীপুজো পেরিয়ে গেলেও কলকাতায় শব্দ দূষণ থাকলেও বায়ু দূষনের মাত্রা বেশ কম, বলছে রিপোর্ট

দীপাবলি ও পরের রাতে বায়ুদূষণের মাত্রা বেশ কম কলকাতায়। খুশি পরিবেশবিদরা। বিগত কয়েক বছরে কালীপুজোর দিন বা পরের দিন কলকাতায় এমন আবহাওয়া দেখা যায়নি বলে জানিয়েছেন পরিবেশবিদরা। আবহবিদদের কথায়, বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রিত থাকলেও শব্দ দূষণের মাত্রা ছিল বেশ।

গত বছরের থেকে এই বছর বায়ুদূষণের মাত্রা ছিল ৪০ শতাংশ কম। কালীপুজোর দিন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জন্য দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘলা। সঙ্গে ছিল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে সবাই ঠাকুর দেখতে বেরোলেও বাজি পোড়াতে পারেননি সেইভাবে। আর কালীপুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার সাধারণ মানুষ কতটা সচেতন, সেই বার্তা দিয়েছেন। আর এতেই বায়ু দূষণের মাত্রা কমে গেল বেশ অনেকটাই। রিপোর্ট বলছে যাদবপুরে বায়ু দূষণের মাত্রা ছিল রাত ৯ টার সময় ৪৬ মাইক্রোগ্রাম। রাত ১০ টা এবং ১১টার সময় একই ছিল সেই মাত্রা। বালিগঞ্জ এলাকায় রাত ৯ টা, ১০ টা এবং ১১ টার সময় বায়ু দূষণের মাত্রা ছিল ৫২ মাইক্রোগ্রাম। বিধাননগর এলাকায় রাত ৯ টা, ১০ টা এবং ১১ টার সময় বায়ু দূষণের মাত্রা ছিল ৪১ মাইক্রোগ্রাম। ফোর্ট উইলিয়াম চত্ত্বরে রাত ৯ টা, ১০ টা এবং ১১ টার সময় বায়ু দূষণের মাত্রা ছিল ৩৭ মাইক্রোগ্রাম। বিধাননগরে গতবছর বায়ু দূষণের মাত্রা ছিল ২২৯ মাইক্রোগ্রাম। এইবার সেই মাত্রা ছিল ৪১। বালিগঞ্জে এই বছর বায়ু দূষণের মাত্রা ছিল ৫২ মাইক্রোগ্রাম। গতবছর সেটা ছিল ১৯০ মাইক্রোগ্রাম।

Comments are closed.