প্রাক্তন ডিজি বীরেন্দ্র হচ্ছেন রাজ্যের নতুন তথ্য কমিশনার; মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানালেন পরিষদীয় মন্ত্রী 

রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি বীরেন্দ্র হচ্ছেন রাজ্যের নতুন তথ্য কমিশনার। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। তবে এদিনের বৈঠকে ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বৈঠকে যে তিনি থাকবেন না, তা বুধবারই ট্যুইট করে জানিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। প্রটোকল অনুযায়ী, মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা বৈঠক করে তথ্য কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নেন। রাজ্যের তরফে বিরোধী দলনেতাকে আগেই এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে, এদিনের বৈঠকে হাজির না থাকা প্রসঙ্গে ট্যুইটে শুভেন্দু অধিকারী জানান, আমন্ত্রণ প্রক্রিয় এবং নিয়োগ প্রক্রিয়ায় মধ্যে ত্রুটি রয়েছে। যে কারণে তিনি বৈঠকে থাকবেন না। 

এদিকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি এদিন বিরোধী দলনেতার অভিযোগ প্রসঙ্গে বলেন, বিরোধী দলনেতা না আসার কথা জানিয়ে যে চিঠি দিয়েছেন, তা বুধবারই এসে পৌঁছেছে। যদিও ১২ দিন আগে ওনাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। উনি যে কারণ দেখিয়ে বৈঠকে থাকেননি, তা যুক্তিসঙ্গত নয়। 

প্রায় ৬ মাস রাজ্যের তথ্য কমিশনার পদে কেউ ছিলেন না। এর পরে চলতি বছরেই ১৫ জন ওই পদের জন্য আবেদন করেছিলেন। তার মধ্যে বয়েসের কারণে ৪ জন আগেই সরে গিয়েছিলেন। বাকিদের মধ্যে এগিয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা ডিজি বীরেন্দ্র। এই পদের জন্য মুখ্যমন্ত্রী প্রাক্তন ডিজি বীরেন্দ্রর নাম প্রস্তাব করেছিলেন।

Comments are closed.