কলকাতায় ১ হাজার কেজি বিস্ফোরক ধরল এসটিএফ, গ্রেফতার ২

উত্তর কলকাতার টালা ব্রিজ চত্বর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক পটাশিয়াম নাইট্রেট উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওড়িশা থেকে একটি ম্যাটাডোরে করে এই বিস্ফোরক পাঠানো হচ্ছিল উত্তর ২৪ পরগনায়। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ গোয়েন্দারা শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ চিৎপুর থানা এলাকার বিটি রোডে টালা ব্রিজের কাছে একটি ম্যাটাডোরকে আটক করেন। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ১ হাজার কিলোগ্রাম পটাশিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়।
২৭ টি বস্তায় এই বিস্ফোরক ভরা ছিল। ইন্দ্রজিৎ ভুঁই এবং পদ্মলোচন দে নামে ম্যাটাদোরের চালক ও খালাসিকে পুলিশ গ্রেফতার করেছে। দুজনেরই বাড়ি ওড়িশায়। লোকসভা নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক তারা কোথায় নিয়ে যাচ্ছিল, কী কাজে তা ব্যবহার করা হোত সবই খতিয়ে দেখছেন গোয়েন্দারা

Comments are closed.