বাসে বসে স্বমেহন, ভিডিও দেখে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

শনিবার দুপুর থেকেই কলকাতা তোলপাড় সোশ্যাল মিডিয়ার এক কলেজ ছাত্রীর পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবতী বাসে বসে আছেন। তাঁর উল্টোদিকের সিটে বসে এক মাঝবয়সী স্বমেহন করছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ওই কলেজছাত্রী ফেসবুক পেজে লেখেন, অন্যান্য দিনের মতো ৩০ বি বাই ১ বাসে চেপে তিনি দুপুরে বাড়ি ফিরছিলেন। বাসে তাঁর উল্টোদিকের সিটে বসে এই অশালীন আচরণ শুরু করে ওই ব্যক্তি। অস্বস্তি কাটিয়ে কলেজছাত্রীটি বাসে কন্ডাকটরকে অভিযোগ জানালে, তিনিও ব্যাপারটিকে গুরুত্ব দেননি। এরপরেই ওই ছাত্রী মোবাইল ফোনে দৃশ্য রেকর্ড করেন।  তারপর তা পোস্ট করেন ফেসবুক পেজে।

কোনও অভিযোগ জমা পড়েনি সরাসরি। স্বতঃপ্রণোদিত হয়েই মামলা চালু করে কলকাতা পুলিশের সাইবার থানা। দুপুরে বাসের ওই যাত্রীর খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে সন্ধ্যায় শ্যামপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। নাম অসিত রাই। বাড়ি হুগলির বৈদ্যবাটিতে। কলকাতা পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করা হয়েছে তার ভিত্তিতেই কেস করা হয়েছে। কেন ওই বাসের কন্ডাকটর ব্যবস্থা নেননি তাও দেখা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.