উপতক্যায় লাগাতার সন্ত্রাস, উত্তেজনা, জীবনহানির মাঝেই নতুন পথ দেখাচ্ছে শ্রীনগরের তরুণ, ইমরান খানের অটোমোবাইল থিমড রেস্তরাঁ। ইমরানের এই রেস্তরাঁ ‘মোটর ক্যাফে’ ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে পর্যটকদের মধ্যে। সংবাদসংস্থাকে ইমরান জানিয়েছেন, নিজের রাজ্যের রোজকার এই টেনশনের জীবন থেকে মুক্তি পেতে অন্যরকম কিছু করার কথা ভেবেছিলেন তিনি। তা থেকেই জন্ম নিয়েছে ‘মোটর ক্যাফে’। নানা স্বাদের ফিউশন ফুড মিলছে এখানে। রাস্তায় চলার মাঝে একটু বিশ্রাম নিতে এখন পর্যটকরা ছাড়াও ভিড় জমাচ্ছেন স্থানীয় যুবকরা। ইমরান নিজের রাজ্যের তরুণদের সন্ত্রাসের পথ ছেড়ে নতুন কিছু করার আবেদনও জানিয়েছেন। গোলা-গুলি, সন্ত্রাস নয়, অন্যভাবেও খবরের শিরোনামে জায়গা করে নেওয়া যায় তা দেখালেন এই কাশ্মিরী যুবক।
Comments