জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কেন গুলি? তদন্তকারীদের কারণ জানালেন আততায়ী 

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে’র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। কী কারণে তাঁকে গুলি করা হল তা নিয়েও একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ঠিক কী কারণে শিনজোকে গুলি, তা নিয়ে মুখ খুলেছেন আততায়ী। 

টেটসুয়া ইয়ামাগামি নামে প্রাক্তন ওই সেনাকর্মী তদন্তকারীদের জানিয়েছেন, একাধিক কারণে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর তিনি ক্ষুব্ধ ছিলেন। ক্ষোভ থেকেই তিনি শিনজো আবে-কে গুলি করেছেন। তাঁর আরও চাঞ্চল্যকর দাবি, নিজের বানানো বন্দুক দিয়েই তিনি গুলি চালিয়ে ছিলেন। 

বছর চল্লিশের ইয়ামাগামি পশ্চিম জাপানের নারা শহরের বাসিন্দা। ২০১৫ সাল পর্যন্ত তিনি জাপানের মারিটাইম আত্মরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। শিনজোকে গুলি করে পালানোরও চেষ্টা করেননি আততায়ী। জাপানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, একটি ডবল ব্যারেল শটগান দিয়ে পরপর দু’বার গুলি চালান আততায়ী। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় দ্বিতীয় গুলি করেন । 

উল্লেখ্য এদিন বেলা ১১.৩০ নাগাদ নারা শহরে একটি পথ সভায় বক্তৃতায় রাখছিলেন শিনজো আবে। সেই সময় মাত্র ১০ ফিট দুরুত্ব থেকে তাঁকে পরপর দুটি গুলি করেন আততায়ী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন শিনজো। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জাপানের ইতিহাসে সব চেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকা শিনজো আবে। 

Comments are closed.