আমার প্রিয় বন্ধু শিনজো আবের উপর হামলায় গভীরভাবে ব্যাথিত, টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আমার প্রিয় বন্ধু শিনজো আবের উপর হামলায় গভীরভাবে ব্যথিত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই আমাদের প্রার্থনা। তাঁর পরিবার এবং জাপানের জনগণের প্রতি সমবেদনা। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি হামলার প্রতিবাদে এই টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার, পশ্চিম জাপানের নারা শহরে শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। জানা গিয়েছে, সেই সময় শিনজো আবে একটি পথসভায় বক্তব্য রাখছিলেন। আততায়ী পিছন দিক থেকে তাঁর দিকে কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। রাস্তার ওপরেই লুটিয়ে পড়েন আবে। তাঁকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় আততায়ীকে। টেটসুয়া ইয়ামাগামি নামে ওই ব্যক্তি জানিয়েছেন, শিনজোর প্রতি ক্ষোভ ছিল তাঁর। সেই কারণেই তাঁকে খুন করতে চেয়েছিলেন। নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি বলে জানিয়েছেন।

জানা গিয়েছে, জাপানের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর অবস্থা সঙ্কটজনক। এই খবর প্রকাশিত হওয়ার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও টুইট করে সমবেদনা জানান ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Comments are closed.