তিন দিন আগেই রাজারহাটে পরপর দুটি অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। দু’জায়গা মিলে ১০০ টি পিস্তল, প্রচুর জাল নোট, গুলি উদ্ধার করেছিল এসটিএফ।
এবার ভোটের মুখে ফের কলকাতায় উদ্ধার ৫ লক্ষ টাকার জাল নোট। রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ময়দান এলাকায় হানা দিয়ে দুই জাল নোট কারবারিকে পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৫০ টি ২ হাজার টাকার জাল নোট। জানা গিয়েছে, ময়দান থানার গোষ্ঠ পাল সরণি ও লেসলি ক্লডিয়াস সরণির সংযোগস্থলে ওই দুই ব্যক্তিকে পাকড়াও করে এসটিএফ। লালবাজার সূত্রে খবর, ধৃতদের নাম সঞ্জু সাহা ও মহম্মদ উমর। সঞ্জু সাহা মালদা জেলার বৈষ্ণবনগর থানার কালীপদ মণ্ডল তলার বাসিন্দা ও মহম্মদ উমর বাড়ি বিহারের পুর্ণিয়া জেলায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ৫ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদের সঙ্গে বড় কোনও জাল নোট চক্রের যোগসাজশ আছে বলে সন্দেহ করা হচ্ছে। লোকসভা ভোটের মুখে একের পর এক জাল নোট কারবারি ধরা পড়ায় চিন্তায় পুলিশ প্রশাসন।
Comments