কলকাতায় ভোটের আগে উদ্ধার ২ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার ২

কলকাতায় ভোটের ঠিক কয়েক দিন আগে ময়দান এলাকা থেকে ২ লক্ষ টাকার জাল নোট সহ ধরা পড়ল দুই ব্যক্তি। ধৃতদের বাড়ি তামিলনাড়ুতে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সোমবার বিকেলে ধর্মতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেল ৪ টা ১০ মিনিট নাগাদ শহিদ মিনারের পাশে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায়। কলকাতার ময়দান থানার অন্তর্গত ওই জায়গা থেকে দু’জনের ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১০০ টি ২ হাজার টাকার জাল নোট। এরপরেই তাদের গ্রেফতার করে পুলিশ। লালবাজার সূত্রে খবর, ধৃতদের নাম মণি গোভিন্দন ও ভেলু মাল্লাপ্পান। দু’জনেই তামিলনাড়ুর ধর্মপুরী জেলার বাসিন্দা। কোথা থেকে এই ২ লক্ষ টাকার জাল নোট তারা কলকাতায় নিয়ে এসেছিল, বা কোথায় তাদের পাচারের উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
কয়েকদিন আগেই ধর্মতলা বাস স্ট্যান্ড সংলগ্ন ডোরিনা ক্রসিং থেকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল ৩০ লক্ষ টাকার জাল নোট।

Comments are closed.