ভবানীপুর পুলিশের জালে কলকাতা পুরসভার ভুয়ো অফিসার স্বপন সমাদ্দার

হাতেনাতে পাকড়াও হল ভুয়ো পুরসভার অফিসার। স্বপন সমাদ্দার নামে ওই প্রতারককে জগুবাবুর বাজার থেকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। স্বপন সমাদ্দারের বাড়ি কালীঘাটে। তার বাড়িতে চালানো হচ্ছে তল্লাশি। নিজেকে কলকাতা পুরসভার ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে জগুবাবুর বাজারে হানা দিয়েছিল স্বপন সমাদ্দার।

স্বপন সমাদ্দার নামে ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে জগুবাবুর বাজার এলাকার বিভিন্ন দোকানে ঘুরছিল। লাইসেন্স নিয়ে কোনও সমস্যা থাকলে টাকার বিনিময়ে সে সমাধান করে দেবে বলে দোকানদারদের বলে বেড়াত। দোকানদাররা বিষয়টি জানান স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটরকে। শুরু হয় নজরদারি। বৃহস্পতিবার দুপুরে ভবানীপুরের খালসা স্কুলের কাছে একটি দোকানে আসে স্বপন। তাকে দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা খবর দেন পুরকর্মীদের। এরপর তারা গিয়েই স্বপনকে হাতেনাতে পাকড়াও করে। ভবানীপুর থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ভুয়ো অফিসারের কাছে উদ্ধার হয়েছে, কলকাতা পুরসভার রবার স্টাম্প ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথির জাল কাগজ।

কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকেই রাজ্যে একের পর এক ভুয়ো আধিকারিক ধরা পড়ছে। রাজ্য জুড়ে নীল বাতি দেওয়া গাড়ি এবং বিভিন্ন স্টিকার দেওয়া গাড়ির ওপর কড়া নজরদারি শুরু করেছে পুলিশ।

Comments are closed.