দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বারাকপুর পুলিশ কমিশনারেটের একটি অভিযোগপত্র পাঠিয়েছে মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি সেই একটি কপি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার ও লালবাজারের গোয়েন্দা দফতরেও। ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার আবেদন করেছে মন্দির কর্তৃপক্ষ। শুরু হয়েছে তদন্ত।
ভুয়ো টুইট প্রথমে নজরে আসে ভক্তদের। ভুয়ো এই টুইটার অ্যাকাউন্টটি দক্ষিণেশ্বর কালীমন্দিরের অফিসিয়াল টুইটার নাম দেওয়া হয়। অপর একটি টুইটে কিছু বিদ্বেষমূলক মন্তব্য করা হয় বলে অভিযোগ। মন্দিরের এক কর্তার দাবি, যে মন্তব্য করা হয়েছিল, তা আদৌ মন্দির কর্তৃপক্ষের নয়। দক্ষিণেশ্বর কালীমন্দির কর্তৃপক্ষ ও দেবোত্তর এস্টেটের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দক্ষিণেশ্বর কালী টেম্পল’এর নাম করে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Comments are closed.