শহরজুড়ে উপসর্গহীন ডেঙ্গির আতঙ্ক, উদ্বেগ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম

পুজোর মরশুমে ভয় ধরাচ্ছে ডেঙ্গি। চরিত্র বদল করে আরও ভয়াবহ হচ্ছে ডেঙ্গি। উপসর্গহীন ডেঙ্গির থাবায় চিন্তা ধরাচ্ছে কলকাতাকে। নাইসেডের রিপোর্ট উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। সংবাদ মাধ্যমকে ফিরহাদ হাকিম জানিয়েছেন, এটা আগে সিঙ্গাপুরে হত। একটা আননোন ডিসিস। আমরা লড়াই করছি ডেঙ্গির বিরুদ্ধে। পাড়ায় পাড়ায় টিম গড়ে তোলা হচ্ছে। সব জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।

ক্রমশ বাড়ছে উপসর্গহীন ডেঙ্গি ডেন থ্রি ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। মেয়র ফিরহাদ হাকিম জানান, নাইসেডে ৫০ টি নমুনা পাঠানো হয়েছিল। এরমধ্যে ৩৫ টি ডেন থ্রি। এরফলে ভয় ধরেছে সাধারণ মানুষের মনে। মেয়র আরও জানান, ডেঙ্গি আক্রান্ত রোগীকে মশারির ভিতরে ঢুকিয়ে রাখা হচ্ছে। কারণ ডেঙ্গি আক্রান্ত রোগীকে যে মশা কামড় দেবে, তা অন্য কাউকে কামড়ালে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু উপসর্গহীন ডেঙ্গি ছড়াচ্ছে আরও বেশি। চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গির নতুন জীবানুর নাম ডেন থ্রি। এতে সেইভাবে জ্বর থাকছে না। কমছে না প্লেটলেট। কিন্তু ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এ সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৮ জন। পুজোর মুখে তাই বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের।

Comments are closed.