প্রথম সেটে এগিয়েও ফেডেরারের কাছে হারলেন ভারতীয় টেনিস তারকা নাগাল

প্রথম সেটে এগিয়ে গিয়েও রজার ফেডেরারের কাছে হার মানতে হল সুমিত নাগালকে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে রজার ফেডেরারের কাছে হারলেন ২২ বছর বয়সী ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল।
মঙ্গলবার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরারের প্রতিদ্বন্দ্বিতা করতে নামেন সুমিত নাগাল। শুরু থেকেই আক্রামণাত্মক ভঙ্গিতে খেলে প্রথম রাউন্ডে ফেডেরারকে ৬-৪ সেটে হারান ২২ বছরের ভারতীয় তরুণ টেনিস তারকা। প্রথমে ফেডেরারকেও তাঁর চেনা ছন্দে পাওয়া যায়নি। যদিও শেষ পর্যন্ত ৪-৬, ৬-১, ৬-২, ৬-৪ সেটে রজার ফেডেরারের কাছে হার মানতে হয় সুমিত নাগালকে।
বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৯০ তম সুমিত নাগালের ইউএস ওপেনের কোয়ালিফাইং রাউন্ডে ব্রাজিলের জোয়াও মেনেজেসের বিরুদ্ধে ৫-৭, ৬-৪, ৬-৩ সেটে জিতে ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা ফেডেরারের সামনে পড়েন। নিজের স্বাভাবিক খেলা খেলার পরেও ফেডেরারের সামনে বেশ কয়েকটি ভুল করে বসেন সুমিত নাগাল। অন্যদিকে, ছন্দে ফিরে ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন রজার ফেডেরার। পরবর্তী ম্যাচে তাঁর মুখোমুখি হতে চলেছেন বসনিয়ার ডামির জুমহুর।

Comments are closed.