বর্ধমানের পানাগড়ে হবে সার তৈরির কারখানা, অনুমোদন দেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে একটি সার কারখানাকে। পানাগড়ে হবে এই সার কারখানা। তাতে কর্মসংস্থান হবে বহু মানুষের। এ ছাড়াও কয়েকটি জেলায় শপিং মল এবং তাতে স্বনির্ভর গোষ্ঠীকে ঠাঁই দেওয়ার বিষয় অনুমোদন পেয়েছে মন্ত্রিসভার বৈঠকে। কয়েকটি জায়গায় বাজি হাবের জন্য জমি চিহ্নিত করা হয়েছিল, সেগুলির হস্তান্তরেও অনুমতি দেওয়া হয়েছে এই বৈঠকে।

নবান্ন সূত্রে খবর, বর্ধমানের পানাগড়ের শিল্প পার্কে তৈরি হবে সার কারখানা। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই কারখানা তৈরির অনুমোদন মিলেছে। যে সংস্থা ওখানে কারখানা তৈরি করবে, শীঘ্রই তাদের জমি দেওয়া হবে জানিয়েছে রাজ্য সরকার।
সরকারের বক্তব্য, রাজ্যের কৃষকদের কথা মাথায় রেখে প্রচুর সারের প্রয়োজন। অনেকগুলো সার কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এবার রাজ্যে নতুন সারের কারখানা তৈরি হবে।

Comments are closed.