১০০ দিনের প্রকল্পে বাংলার বকেয়া টাকা মিলবে কবে, কেন্দ্রের জবাব চাইল হাইকোর্ট

১০০ দিনের কাজে বাংলার বকেয়া টাকা কবে মিলবে, মামলায় এবার কেন্দ্রের রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট।
বৃহস্পতিবার এই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি ছিল। তাতে বিচারপতিরা কেন্দ্রীয় অফিসারের কাছে জানতে চান, দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উদ্ধার হওয়া টাকা দিয়ে কী করা হয়েছে? তা কি কেন্দ্রকে ফিরিয়ে দেওয়া হয়েছে নাকি মনরেগা প্রকল্পের মাধ্যমে মানুষকে দেওয়া হয়েছে? আগামী ১৫ মে এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে কেন্দ্রকে এই রিপোর্ট পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মনরেগা প্রকল্পে বাংলায় আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার তদন্তে চার সদস্যের কমিটি তৈরি করে দিয়েছিল উচ্চ আদালত।

Comments are closed.