রাজ্যপালের মেয়াদ ফুরোলেই ধনখড়ের বিরুদ্ধে ‘অ্যাকশন’? ইঙ্গিত কল্যাণ ব্যানার্জির

কল্যাণের মন্তব্যে হতবাক রাজ্যপাল!

রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে রাখার কথা বললেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি। কল্যাণের মন্তব্যে হতবাক রাজ্যপাল!

তৃণমূল সাংসদের বক্তব্য, রাজ্যপালের ইন্ধনে ৩ নেতা মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বলেন, সাংবিধানিক রক্ষাকবচ থাকায় আমরা জানি রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় না। তারপরই কর্মীদের বলেন, এখন থেকেই থানায় থানায় ডায়েরি করে রাখুন। ওঁর মেয়াদ শেষ হলেই ব্যবস্থা হবে। কারণ তখন তো আর জগদীপ ধনখড় রাজ্যপালের রক্ষাকবচ ব্যবহার করতে পারবেন না।

গত সোমবার সিবিআই রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে গ্রেফতার করে। তারপর থেকেই রাজ্যপাল ধনকরের সঙ্গে কল্যাণ ব্যানার্জির সংঘাত তুঙ্গে। নারদাকাণ্ডে দলের ৩ নেতা মন্ত্রীদের গ্রেফতারির দিনে বেনজির ভাষায় রাজ্যপালকে আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি।

রাজ্যপাল ধনকরের বিরুদ্ধে এর আগে কল্যাণ বলেছিলেন, রাজ্যপাল প্রতিহিংসার রাজনীতি করছেন। তিনি মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের নির্দেশ দিলেন না কেন? রাজ্যপাল বিজেপির কথা শুনছেন বলে অভিযোগ ছিল কল্যাণের। রাজ্যের সঙ্গে কোনও পরামর্শই করেননি তিনি বলে জানিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি।

জগদীপ ধনকর জানান, আমি হতবাক! বিষয়টি রাজ্যের সংস্কৃতিবান মানুষ ও সংবাদ মাধ্যমের ওপর ছেড়ে দিলাম।

Comments are closed.