ঘূর্ণিঝড়ে পরিণত হল যশ, শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে দিঘার দিকে

শক্তি সঞ্চয় করতে করতে ধীরে ধীরে তা এগিয়ে আসছে স্থলের দিকে

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড় যশে।

সোমবার সকালে দিল্লির মৌসম ভবন থেকে জানানো হয়, ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যশ। মাঝ সমুদ্রে অবস্থান করে শক্তি বৃদ্ধি করছে যশ। সন্ধে নাগাদ গতি বাড়িয়ে সম্ভবত এগোতে শুরু করবে বলে মনে করছেন আবহবিদরা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থা করছে ঘূর্ণিঝড় যশ। শক্তি সঞ্চয় করতে করতে ধীরে ধীরে তা এগিয়ে আসছে স্থলের দিকে।

গত সপ্তাহে হাওয়া অফিস জানিয়েছিল, সোমবার থেকে দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার পরিবর্তন হবে। তাই ইতিমধ্যেই কাকদ্বীপ সহ দুই চব্বিশ পরগনায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে মেঘলা আকাশ, দমকা হাওয়া।

ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় প্রস্তুত রাজ্য প্রশাসন। উপকূলীয় এলাকায় গিয়ে সতর্কতামূলক প্রচার করছে পুলিশ। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।

Comments are closed.