বুথের ১০০ মিটারের মধ্যে অস্ত্র হাতে দেহরক্ষী, ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ কমিশনের

নয়া অস্বস্তিতে ঘাটালের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ, ভারতী ঘোষ যখন বুথে বুথে ঘুরছিলেন, তখন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী অস্ত্র নিয়ে বুথে ঢুকে পড়েন। অথচ কমিশনের নিয়ম অনুযায়ী, বুথের ১০০ মিটারের মধ্যে অস্ত্র নিয়ে কেউ ঢুকতে পারেন না। নিরাপত্তারক্ষীদের বুথে ঢুকতে বারণ করা সত্ত্বেও তাঁরা কথা শোনেনি বলে অভিযোগ। এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। কমিশন জানায়, বুথের ১০০ মিটারের মধ্যে অস্ত্র নিয়ে ঢুকে নির্বাচনী বিধিভঙ্গ করা হয়েছে। এরপরই ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
এদিকে ভোটের দিন সকালেই ভারতী ঘোষের দেহরক্ষীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। অভিযোগ, সেই গুলি গিয়ে লাগে এক তৃণমূল কর্মীর হাতে। আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হয়

Comments are closed.