কোটি কোটি টাকা বিলি করে বাংলায় ভোট কিনতে বেরিয়েছে বিজেপি। আর তার দায়িত্ব বর্তেছে সারদা কাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি নেতা তথা অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপর। বাসন্তীর জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রবিবার নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রীর সরাসরি অভিযোগ, দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে থাকছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দায়িত্ব টাকা বিলিয়ে বিজেপির হয়ে ভোট কেনা। দক্ষিণ ২৪ পরগনায় ঘুরে ঘুরে তিনি টাকা বিলোচ্ছেন, দাবি মমতার। তৃণমূল নেত্রীর অভিযোগ, সারদা কাণ্ডে মুখ্য অভিযুক্ত হিমন্ত বিশ্বশর্মা। চিট ফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে, তা ভোট কিনতে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ মমতার। পাশাপাশি আরএসএসের লোকেরা কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ মমতার।
ষষ্ঠ দফার ভোটের ঠিক আগে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধার করেছে পুলিশ। নাম না করে শনিবারই সেই ঘটনার তীব্র সমালোচনা করেন মমতা। এদিনও বিজেপির বিরুদ্ধে ফের টাকা ছড়ানোর অভিযোগে সরব হলেন তৃণমূল নেত্রী।
Comments