বাংলায় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা, কঙ্গনার বিরুদ্ধে FIR হাই কোর্টের আইনজীবীর

২ মে গণনা শেষে দেশের একাধিক মহল থেকে যখন মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা বার্তা জানানোর পালা চলছে ঠিক সেই সময় কঙ্কনা একটি ট্যুইট করেন

বাংলায় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন অভিনেতা কঙ্গনা রানাওয়াত। এই মর্মে কলকাতা পুলিশে এফআইআর দায়ের করলেন এক হাই কোর্টের আইনজীবী। অভিযোগে লেখা হয়েছে সিএএ, এনআরসির প্রসঙ্গ তুলে বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছেন কঙ্গনা।

২ মে গণনা শেষে দেশের একাধিক মহল থেকে যখন মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা বার্তা জানানোর পালা চলছে ঠিক সেই সময় কঙ্কনা একটি ট্যুইট করেন।
ট্যুইটে অভিনেতা দাবি করেন, ভোটের ফলাফলে এটা স্পষ্ট যে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নন। সেই সঙ্গে তৃণমূল নেত্রীর জয়কে কটাক্ষ করে তাঁর মন্তব্য, অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা মমতার সব থেকে বড় শক্তি। এখানেই থামেননি কঙ্গনা।

ট্যুইটের শেষ অংশে তাঁর চাঞ্চল্যকর দাবি, বাংলা আরেকটি কাশ্মীর হওয়ার পথে এগোচ্ছে।

এরপরেই কঙ্গনার মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় ওঠে। অভিনেতার এই ট্যুইটকে উস্কানিমূলক বলেও দাবি করেন অনেকে। রবিবারই অনেকে দাবি করেছিলেন, কঙ্গনার এই ট্যুইটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। সোমবার দায়ের হল এফআইআর।

Comments are closed.