জায়গায় জায়গায় আক্রান্ত বিজেপি, নীরব দর্শক পুলিশ! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দিলীপ ঘোষের

ভোটের ফল প্রকাশের আগেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ছবি ধরা পড়তে শুরু করেছিল। ভোটের ফল প্রকাশের পর জায়গায় জায়গায় হিংসা শুরু হয়ে যায়। সোমবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তাঁর অভিযোগ, ভোট গণনার পর এখনও ২৪ ঘন্টা পার হয়নি। এর মধ্যেই ৫-৬ বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ভোটের ফলপ্রকাশের পর শতাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে, দাবি বিজেপি দিলীপ ঘোষের। এর পরই তিনি বলেন, পশ্চিমবঙ্গে হিংসা নতুন কিছু নয়। হার-জিতের উপর ভিত্তি করেই উত্তেজনা ছড়িয়েছে। আমাদের কাছ ভিডিও ফুটেজ আছে। সময় মতো প্রকাশ করব।

তৃণমূলকে অভিযোগে বিদ্ধ করে দিলীপের অভিযোগ, এই কাজ যারা করেছে, তারা আজ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকারে এলেন। তাঁদের উৎসাহে সমাজ বিরোধী এবং দলের সমর্থকরা সম্মিলিতভাবে আমাদের পার্টির লোকেদের উপর অত্যাচার করছে। গণতান্ত্রিকভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবেন তাও স্পষ্ট করেন এদিন।

Comments are closed.