দেশে প্রথম! অ্যান্টিবডি ককটেল প্ৰয়োগের পর করোনা থেকে সুস্থ মহব্বত সিংহ

অ্যান্টিবডি ককটেল প্রয়োগে সুস্থ হয়ে উঠলেন করোনা সংক্রমিত রোগী

দেশে এই প্রথম অ্যান্টিবডি ককটেল প্রয়োগে সুস্থ হয়ে উঠলেন করোনা সংক্রমিত রোগী। তাও আবার ৮৪ বছর বয়সে সুস্থ হলেন তিনি। মহব্বত সিংহ নামের ওই কোভিড রোগী গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরে মোনোক্লোনাল অ্যান্টিবডি কোকটেল থেরাপি প্রয়োগ করা হয়। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

মঙ্গলবার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে Casirivimab ও Imdevimab নামে অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করা হয় মহব্বত সিংহের শরীরে। দেখা যায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি। ওইদিনই মহব্বত সিংহকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রের খবর।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, Casirivimab ও Imdevimab নামে অ্যান্টিবডি ককটেল এখন দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। হালকা উপসর্গ রয়েছে এমন করোনা সংক্রমিতের শরীরে এর প্ৰয়োগ রোগীকে হাসপাতালে ভর্তি করার সম্ভাবনা ৭০ শতাংশ কমিয়ে দেয়। এই Casirivimab ও Imdevimab নামে অ্যান্টিবডি ককটেল প্রয়োগের অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)।

জানা গেছে, অ্যান্টিবডি হল প্রোটিন। যা বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে শরীর নিজে থেকেই তৈরি করে। আর Casirivimab ও Imdevimab নামে মোনোক্লোনাল অ্যান্টিবডিও বৈজ্ঞানিক ভাবে ল্যাবে তৈরি করা হয়েছে। যা শরীরে রোগ প্রতিহত করতে সাহায্য করে। জানা গিয়েছে, করোনা সংক্রমিত ৫৫ ঊর্ধ্ব ব্যক্তি, যাঁদের স্থূলতা, ডায়াবেটিস, ডায়ালিসিস চলছে বা হার্টের সমস্যা রয়েছে বা হাইপারটেনশন আছে এমন রোগীর ক্ষেত্রে এই ককটেল অ্যান্টিবডি প্ৰয়োগ করা হবে।

Comments are closed.