প্রথমে মদন মিত্র তারপর সব্যসাচী দত্ত, বাংলার ভোটে দুই তরফেই প্রচার মহিমা চৌধুরীর

এর আগে কামারহাটির তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে দেখা গিয়েছিল তাঁকে।

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিজেপি প্রার্থীর রোড শোতে হাজির বলিউড তারকা মহিমা চৌধুরী। সোমবার বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হয়ে প্রচার করতে দেখা গেল তাঁকে। ৫ এপ্রিল কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের হয়ে প্রচার করেছিলেন মহিমা চৌধুরী। সেই ছবিও প্রকাশিত হয়েছিল। মদন মিত্র নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। এরপর ফের সোমবার মহিমাকে দেখা যায় বিধাননগরের বিজেপি প্রার্থীর হুডখোলা গাড়িতে।

আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোটগ্রহণ কামারহাটিতে। সেইসঙ্গে ভোটগ্রহণ বিধাননগরেও। বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। এই প্রসঙ্গে সব্যসাচী দত্ত জানিয়েছেন, আমার সমর্থনে এর আগেও দেখা গেছে মহিমাকে। পাশাপাশি মহিমা চৌধুরী জানিয়েছেন, মেয়র হিসেবে ভালো কাজ করার জন্য তাঁর সমর্থনে প্রচার জরুরি। এদিন সব্যসাচী দত্তের সঙ্গে হুডখোলা গাড়িতে লেকডাউন এলাকায় প্রচার সারেন মহিমা। দমদম পার্ক থেকে শুরু করে যশোর রোড পর্যন্ত রোড শো হয়।

প্রথমে তৃণমূলের মদন তারপর বিজেপির সব্যসাচীর হয়ে প্রচারে বেরিয়ে আসলে ক্ষুদ্র ভেদাভেদের ঊর্ধ্বে ওঠার বার্তা দিতে চেয়েছেন মহিমা চৌধুরী, বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Comments are closed.