প্রাচীন ঐতিহ্য মেনে দিল্লিতে সম্পন্ন হল বিটিং রিট্রিট, উপস্থিত ছিলেন প্ৰধানমন্ত্রী, রাষ্ট্রপতি

দিল্লির বিজয়চকে অনুষ্ঠিত হল বিটিং রিট্রিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও সেনাবাহিনীর তিন শাখার প্রধান।

বিকেলে বিজয় চকে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পৌঁছান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

বিটিং রিট্রিট প্রাচীন ঐতিহ্য মেনে এখনও পালিত হয়। সূর্যাস্তের সময় সৈন্যদের যুদ্ধ থেকে নিরস্ত্র থাকার দিনগুলিকে তুলে ধরে বিটিং রিট্রিট। বাগলাররা রিট্রিট ধ্বনি তুললেই সৈন্যরা যুদ্ধ বন্ধ করে দিয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়াত। এই অনুষ্ঠানে বাজানো ড্রামবিট সেই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়।

এই বছর বিটিং রিট্রিট উপলক্ষ্যে রাজধানীর আকাশে উড়বে এক হাজার ড্রোন।

Comments are closed.