এই নিয়ে তৃতীয়বার,  ২০২৩-এও বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতার আয়োজন করবে ভারত 

২ বছর আগে পুরুষ বক্সিং প্রতিযোগিতা আয়োজন করতে চেয়েও হতাশ হতে হয়েছিল ভারতকে। তবে ২০২৩ এ বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেল ভারত। যদিও এটি প্রথমবার নয়। এর আগেও ২ বছর মহিলা বক্সিং প্রতিযোগিতার আয়োজক ছিল ভারত। 

২০০৬ এবং ২০১৮ সালে মহিলা বক্সিং প্রতিযোগিতার আয়োজক দেশ ছিল ভারত। দু’বারই দিল্লিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এখনও পর্যন্ত পাওয়া খবর বলছে, ২০২৩-এও রাজধানীতেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা। ঠিক কবে থেকে টুর্নামেন্ট শুরু হবে, তার তারিখ না জানা গেলেও সূত্রের খবর, আগামী বছর মার্চ অর্থবা এপ্রিলে  দিল্লিতে হতে চলেছে মহিলা বক্সিং টুর্নামেন্ট। দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামেই মহিলা বক্সিং টুর্নামেন্ট হতে পারে। 

উল্লেখ্য, গত বছর তুর্কিতে হয়েছিল বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা। যেখানে ভারত থেকে তিনি মহিলা প্রতিনিধি মেডেল পেয়েছিলেন। 

Comments are closed.