গণতন্ত্রের তুলনা টানতে নেহরুর নাম নিলেন সিঙ্গুপুরের প্রধানমন্ত্রী, পাল্টা রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির 

গণতন্ত্র বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম করলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। আর যার জেরে এবারে ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশ মন্ত্রক। যা নিয়ে ইতিমধ্যেই পদ্ম শিবিরের সঙ্গে কংগ্রেসের তরজা শুরু হয়েছে। 

সে দেশের পার্লামেন্টের একটি বিতর্ক সভায় বক্তব্য রাখতে গিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অধিকাংশ দেশের সূচনা হয়েছে মহান আদর্শ, মূল্যবোধের ওপর ভিত্তি করে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা পাল্টে যায়। যে সকল দেশ নায়ক সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তাঁরা ছিলেন সংস্কৃতিক বোধ সম্পন্ন। কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তাঁরা দেশের নেতা, মানুষের নেতা হতে পেরেছিলেন। ডেভিড বেন-গুরিয়ন, জওহরলাল নেহেরু সেই সকল নেতৃত্বের মধ্যে পড়েন। 

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বিস্ফোরক দাবি,  মিডিয়া রিপোর্ট অনুযায়ী নেহেরুর ভারতে বর্তমানে অর্ধেকের বেশি সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। 

সিঙ্গুপুরের প্রধানমন্ত্রীর বক্তব্যের এই অংশই ট্যুইট করেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই ধরণের বক্তব্য ভালো ভাবে দেখছে না নয়া দিল্লি। বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে মোদী সরকার। আর জেরেই সিঙ্গাপুরের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশ মন্ত্রক। 

Comments are closed.