আগের থেকে অনেকটাই ভালো আছেন, স্যুপ খাওয়ানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 

এখন অনেকটাই ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন তাঁকে স্যুপ খাওয়ানো হয়েছে। বিকেলের দিকে আমের রস খাওয়ানো হতে পারে। হাসপাতাল সূত্রে এমনটাই খবর। 

শুক্রবার সকালেও তাঁর রক্তপরীক্ষা করা হয়েছে। তাতে নতুন করে আশঙ্কার কিছু মেলেনি। ফুসফুসের সংক্রমণও অনেকটাই কমেছে প্রাক্তন মুখ্যামন্ত্রীর। এরপর যাতে মুখ দিয়ে খেতে পারেন চিকিৎসকরা সেই চেষ্টা করছেন। তবে এখনও রাইলস টিউব খোলা হচ্ছে না বলেই চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। 

গত শনিবারই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। শরীরে মাত্রাতিরিক্ত ভাবে কমতে থাকে অক্সিজেনের পরিমাণ। এরপর চিকিৎসকরা আর ঝুঁকি না নিয়ে সাড়ে চারটে নাগাদ অলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেই থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে বর্তমানে তাঁর অবস্থা আগের থেকে কিছুটা ভালো বলেই জানা গিয়েছে। জ্ঞান ফেরার পর থেকে বাড়ি যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সুস্থ হয়ে কবে বাড়ি ফিরবেন এখন সেই অপেক্ষায় তাঁর প্রিয়জনেরা। 

Comments are closed.