তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফেলারিও, চিঠি দিয়ে জানালেন অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফেলারিও। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি লুইজিনহ ফেলারিও একটি চিঠি দিয়েছেন। সর্বভারতীয় তৃণমূল টুইট করে অভিষেক ব্যানার্জির চিঠির ছবি তুলে ধরে এই ঘোষণা করা হয়েছে। টুইটে লেখা ছিল চেয়ারপার্সেন মমতা ব্যানার্জি লুইজিনহ ফেলারিওকে দলের সর্বভারতীয় সহ সভাপতি হিসেবে নিয়োগ করেছেন।

চিঠিতে লেখা রয়েছে, চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতি করেছেন লুইজিনহ ফেলারিও। প্রাক্তন গোয়ার মুখ্যমন্ত্রী মানুষের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। দলের পূর্ণ বিশ্বাস রয়েছে তাঁর নির্দেশনায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আরও উচ্চতর শিখরে পৌঁছাবে।
তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই তৃণমূল কংগ্রেস গোটা দেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঝাঁপ দিয়েছে। ইতিমধ্যেই ত্রিপুরা নিজেদের জায়গা করে নিয়েছে তৃণমূল। ত্রিপুরার পর তাঁদের লক্ষ্য গোয়া ও অসম। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফেলারিও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে সেখানে দল শক্তিশালি হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারেই জানা গিয়েছিল, চলতি মাসেই গোয়া যাবেন দলনেত্রী মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সামনের বছরেই গোয়ায় বিধানসভার নির্বাচন।

Comments are closed.