ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল; বিপ্লব দেবের নেতৃত্বে গুন্ডারাজ চলছে, তোপ অভিষেকের 

শুক্রবার জনসংযোগ কর্মসূচি শুরুর কিছুক্ষনের মধ্যেই সুস্মিতা দেবের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী। তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এবার এই ঘটনায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ঘটনার কঠোর নিন্দা করে অভিষেকের কটাক্ষ, বিপ্লব দেবের নেতৃত্বে দুয়ারে গুন্ডারাজ চলছে ত্রিপুরায়। 

বিজেপির তীব্র সমালোচনা করে অভিষেক লেখেন, বিরোধী রাজনীতিকদের আক্রমণে নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে। ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে বিজেপির গুন্ডাবাহিনী। রাজ্যসভার একজন মহিলা সাংসদকে শারীরিকভাবে নিগ্রহ করা হল, এর থেকে বেশি লজ্জাজনক ঘটনা কিছু হতে পারে না। সময় এসে গিয়েছে, ত্রিপুরার মানুষ এর জবাব দেবে। ট্যুইটে হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। 

‘ত্রিপুরার জন্য তৃণমূল’ স্লোগান নিয়ে শুক্রবার জনসংযোগ কর্মসূচির সূচনা করেছে তৃণমূল। ‘দিদির দূত’ ধাঁচের গাড়িতে করে জনসংযোগের উদ্দ্যেশে ত্রিপুরার ব্লকে ব্লকে যাওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। এদিন সেই গাড়িতেই ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। আস্তাবল বাজার থেকে আমতলী ঘাট যাওয়ার পথে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। 

বিজেপির গুন্ডাবাহিনীই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ত্রিপুরা তৃণমূল নেতৃত্বের। থানায় অভিযোগ দায়ের করে এদিন সুস্মিতা দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানান। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী তাঁর গাড়িতে হামলা চালিয়েছে। তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

বর্তমান সুস্মিতা এবং অন্যান্য আহত তৃণমূল নেতা কর্মীরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলার ঘটনায় আই প্যাকের এক কর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

Comments are closed.