‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচিতে অংশ নিচ্ছে রাজ্যের আরও চার মেডিক্যাল কলেজ হাসপাতাল

এস এস কে এমের মতন কলকাতার আরও চারটি মেডিক্যাল কলেজ হাসপাতাল দুয়ারে ডাক্তার প্রকল্পে অংশ নিতে চলেছে। চারটি জেলার প্রত্যন্ত এলাকায় কাজ করবে এই চার হাসপাতালের চিকিৎসকরা। সোমবার স্বাস্থ্যভবনে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পিজি, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, এন আর এস, আরজি করের অধ্যক্ষ, অধিকর্তা ও উপাধ্যক্ষরা। বৃহস্পতিবার থেকেই শুরু হবে কর্মসূচি।

আগামী বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার হুগলির গোঘাটে শিবির করবে কলকাতা মেডিক্যাল কলেজের ৩৫ জনের চিকিৎসক দল। শুক্র, শনি ও রবিবার দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকায় শিবির করে চিকিৎসা করবেন তাঁরা। এনআরএসের ১৮ জন চিকিৎসক বাংলাদেশ সীমান্তে যাবেন শিবির করতে। ২৩ ফেব্রুয়ারি আরজিকর হাসপাতালের চিকিৎসকরা শিবির করবেন পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায়।

গত বুধবার থেকে শুরু হয়েছে ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প। শুরুতেই পশ্চিম মেদিনীপুরে কোশিয়াড়িতে শিবির করে এস এস কে এমের একদল চিকিৎসক। শুরুতে শুধুমাত্র এস এস কে এম হাসপাতালের চিকিৎসকরাই এই কর্মসূচিতে অংশ নিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাওড়ার এক জনসভা থেকে জানিয়ে দেন দুয়ারে ডাক্তার প্রকল্পে অংশ নেবে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিও। এরপর সোমবার   স্বাস্থ্যভবনে আয়োজিত বৈঠক থেকে ঠিক হয় চারটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ অংশ নিতে চলেছে এই প্রকল্পে।

 

 

Comments are closed.