শুরু হয়েছে বিনামূল্যে বুস্টার ডোজ, কলকাতার কোথায়, কীভাবে ডোজ পাওয়া যাচ্ছে?

আজ থেকে শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিড টিকার বুস্টার ডোজ। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন কোভিডের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। কলকাতা পুরসভার ১০০টিরও বেশি কেন্দ্রে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। এর মধ্যে ১০০টি স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হচ্ছে কোভিশিল্ড এবং ৩৫টিতে কোভ্যাকসিন।

দেখে নেওয়া যাক কলকাতার কোন কোন কেন্দ্রে বিনামূল্যে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ? কোভিশিল্ড পাওয়া যাচ্ছে বরো ১ এর ৭টি কেন্দ্রে। ওয়ান বি, গোপাল চ্যাটার্জী রোড, ১২৬ কালী চরণ ঘোষ রোড, ইন্দ্র বিশ্বাস আরডি, তারাশঙ্কর সরণীর ক্রসিং, গোপাল মুখার্জী রোড, পাইকপাড়ায়। বরো -২ এর রাজা নব কৃষ্ণ স্ট্রিট, রাজা দীনেন্দ্র স্ট্রিট, নীলমনি মিত্র স্ট্রিট, মসজিদ বাড়ি স্ট্রিট। বরো ৩ এর উল্টোডাঙা মেইন রোড, ৪০ ক্যানাল ইস্ট রোড ও বরো ৪-এর মদন মিত্র লেন, বারানসি ঘোষ লেন, এপিসি রোড ও বরো ৫-এর বালমুকুন্দ ম্যাকার রোড, সন্তোষ মিত্র স্কোয়ার ও বরো ৬-এর মির্জা গালিব স্ট্রিট, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার ছাড়াও অনেক জায়গায় দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। বুস্টার ডোজ সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে www.kmcgov.in থেকে।

দেশ জুড়ে বুস্টার ডোজ দেওয়া শুরু হয় ১০ এপ্রিল থেকে। কিন্তু অনুমোদন প্রাপ্ত ক্লিনিক থেকে টাকা দিয়েই কিনতে হচ্ছিল বুস্টার ডোজ। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে কেন্দ্র ঘোষণা করে ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে দেওয়া হবে কোভিড বুস্টার ডোজ।

Comments are closed.