কলকাতা সহ গোটা রাজ্যের কনটেইনমেন্ট ও বাফার জোনে ফের লকডাউন, নতুন তালিকা প্রকাশ করবে রাজ্য

করোনা সংক্রমণ রোধে কলকাতা সহ রাজ্যজুড়েই বিভিন্ন জায়গায় ফের লকডাউনের নির্দেশিকা জারি করল নবান্ন।
আগামী ৯ জুলাই বিকেল থেকে রাজ্যের সমস্ত কনটেইনমেন্ট ও বাফার জোনে ফের লকডাউন করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে এই নির্দেশিকা জারি করেছেন স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জি।
করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি, আমলা, আধিকারিক ও প্রশাসনের প্রত্যেককে কার্যকরী ভূমিকা নেওয়ায় ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রসচিব জানান, বর্তমান কনটেইনমেন্ট জোনের সঙ্গে বাফার জোনের কনসেপ্টকে মিলিয়ে সংশোধিত এবং বড় কনটেইনমেন্ট জোন তৈরি হচ্ছে। এর লক্ষ্য হল, সংশ্লিষ্ট কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন আরও কঠিনভাবে মেনে চলা। যে জায়গাগুলি বড় কনটেইনমেন্ট জোন হিসেবে প্রশাসন বিবেচনা করবে, সেখানে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হচ্ছে। যেমন, সংশ্লিষ্ট কনটেইনমেন্ট জোনে থাকা সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। কোনওরকম জমায়েত চলবে না। অনাবশ্যক কাজ বন্ধ থাকবে, নিষেধাজ্ঞা থাকবে যান চলাচলেও। তাছাড়াও সব রকম ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখতে হবে, এমনই নির্দেশ দিয়েছে নবান্ন।
স্বরাষ্ট্রসচিব ওই চিঠিতে নির্দেশ দিয়েছেন, যে এলাকাগুলি বড় কনটেইনমেন্ট জোনের মধ্যে পড়বে, সেগুলিতে মানুষের যাতায়াতেও নিষেধাজ্ঞা আনতে হবে। কল-কারখানা, মার্কেট কমপ্লেক্স, ব্যবসা বাণিজ্যেও নিষেধাজ্ঞা থাকবে। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে।
সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের অফিসে যেতেও নিষেধ করা হতে পারে। মানুষের আবশ্যিক জিনিসপত্র হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে পৌঁছে দেবে প্রশাসন। ওই এলাকাগুলিতে যাতে লকডাউনের নিয়ম মানা হয়, সে জন্য পুলিশ এবং প্রশাসনের কড়া নজরদারি থাকবে ২৪ ঘণ্টা।

সূত্রের খবর, ৯ জুলাই বিকেল ৫ টা থেকে এই বিধিনিষেধ চালু হওয়ার আগেই প্রশাসনের পক্ষ থেকে বড় কনটেইনমেন্ট জোনের পুরো তালিকা চূড়ান্ত করা হবে। সেই নতুন এলাকায় এই নিয়ম কার্যকর হবে। সরকারের পক্ষ থেকে সর্বশেষ রাজ্যের কনটেইনমেন্ট জোন এবং বাফার জোনের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তা এরকম। এর মধ্যে অনেক এলাকাই নতুন তালিকায় পাল্টে যেতে পারে।

রাজ্যে কনটেইনমেন্ট জোন এবং বাফার জোনের সর্বশেষ তালিকা

 

কলকাতায় কনটেইনমেন্ট জোনের তালিকা

হাওড়ায় কনটেইনমেন্ট জোনের তালিকা

উত্তর ২৪ পরগনায় কনটেইনমেন্ট জোনের তালিকা

উত্তর ২৪ পরগনায় বাফার জোনের তালিকা

দক্ষিণ ২৪ পরগনায় কনটেইনমেন্ট জোনের তালিকা

দক্ষিণ ২৪ পরগনায় বাফার জোনের তালিকা

পূর্ব মেদিনীপুরে কনটেইনমেন্ট জোনের তালিকা

পূর্ব মেদিনীপুরে বাফার জোনের তালিকা

পশ্চিম মেদিনীপুরে কনটেইনমেন্ট জোনের তালিকা

পশ্চিম মেদিনীপুরে বাফার জোনের তালিকা

হুগলি জেলায় কনটেইনমেন্ট জোনের তালিকা

হুগলি জেলায় বাফার জোনের তালিকা

নদিয়া জেলায় কনটেইনমেন্ট জোনের তালিকা

নদিয়া জেলায় বাফার জোনের তালিকা

পূর্ব বর্ধমানে কনটেইনমেন্ট জোনের তালিকা

পূর্ব বর্ধমানে বাফার জোনের তালিকা

পশ্চিম বর্ধমানে কনটেইনমেন্ট জোনের তালিকা

বীরভূম জেলায় কনটেইনমেন্ট জোনের তালিকা

বীরভূম জেলায় বাফার জোনের তালিকা

জলপাইগুড়িতে কনটেইনমেন্ট জোনের তালিকা

জলপাইগুড়িতে বাফার জোনের তালিকা

দার্জিলিং জেলায় কনটেইনমেন্ট জোনের তালিকা

দার্জিলিং জেলায় বাফার জোনের তালিকা

উত্তর দিনাজপুরে কনটেইনমেন্ট জোনের তালিকা

উত্তর দিনাজপুরে বাফার জোনের তালিকা

কালিম্পংয়ে কনটেইনমেন্ট জোনের তালিকা

কালিম্পংয়ে বাফার জোনের তালিকা

দক্ষিণ দিনাজপুরে কনটেইনমেন্ট জোনের তালিকা

দক্ষিণ দিনাজপুরে বাফার জোনের তালিকা

মালদায় কনটেইনমেন্ট জোনের তালিকা

মালদায় বাফার জোনের তালিকা

মুর্শিদাবাদ জেলায় কনটেইনমেন্ট জোনের তালিকা

মুর্শিদাবাদ জেলায় বাফার জোনের তালিকা

কোচবিহারে কনটেইনমেন্ট জোনের তালিকা

পুরুলিয়া জেলায় কনটেইনমেন্ট ও বাফার জোনের তালিকা

বাঁকুড়ায় কনটেইনমেন্ট জোনের তালিকা

বাঁকুড়ায় বাফার জোনের তালিকা

Comments are closed.