বিকেল ৫ থেকে ৮ টা খুলবে হোটেল-রেস্তোরাঁ, নবান্নে ঘোষণা মমতার

বিকেল ৫ টা থেকে ৮ টা পর্যন্ত ৫০% কর্মী নিয়ে করোনা বিধি মেনে খোলা রাখা যাবে হোটেল রেস্তোরাঁ। বাধ্যতামূলক কর্মীদের টিকাকরণ। বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রাজ্যের ২৯টি বণিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন নবান্নে। বৈঠকে সংগঠনের সদস্যদের অনুরোধে এই ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, হোটেল রেস্তোরাঁর সমস্ত কমর্চারীদের টিকাকরণ শীঘ্রই শেষ করতে হবে। এবং সমস্ত কর্মচারীরা যাতে যথাযথ কোভিড বিধি মেনে রেস্তোরাঁতে কাজ করেন, মালিককে তা নিশ্চিত করতে হবে।

কোভিড ছাড়াও এদিন যশ পুনর্গঠন নিয়ে বণিক সংগঠন গুলির সঙ্গে কথা বলেন মমতা। এই বিপর্যয়ে সংগঠনগুলিকে রাজ্যের পাশে থাকার আর্জি জানান। মমতা বলেন দেশের বা রাজ্যের বিপর্যয়ের বণিকসভার বড় ভূমিকা রয়েছে। আপনাদের সেই ভূমিকা পালন করার অনুরোধ করব। সরকারের সঙ্গে সঙ্গে বণিক সংগঠনগুলিও একাধিক দুর্গত জায়গায় ত্রান সামগ্রী দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের। মুখ্যমন্ত্রী বলেন, কোথাও কোথাও সরকার এবং আপনাদের ত্রান, দুটোই পৌঁছাচ্ছে। আবার কোথাও মানুষ কিছুই পাচ্ছে না। এক্ষেত্রে সংগঠনগুলি যদি ত্রান তহবিলে টাকা দেয় তাহলে সরকার কেন্দ্রীয় ভাবে ত্রাণের বন্টন করতে পারবে।

এদিন ফের একবার মুখ্যমন্ত্রী সমস্ত সংগঠনের কর্তাদের বলেন নিজ নিজ ক্ষেত্রে কর্মীদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগী হতে। পাশাপাশি বাজার হাটের মতো জনবহুল জায়গা গুলিতে রোজই স্যানেটাইজ করার কথা বলেন তিনি। পাশাপাশি মূখ্যমন্ত্রী প্রস্তাব দেন, রাজ্যের বিপর্যয় তহবিলে টাকা দিলে, সরকার সেই টাকা দিয়ে ভ্যাকসিন কিনে দিতে পারবে।

এছাড়াও এদিন রাইস মিলের কর্মচারী, জুট শ্রমিক, বাড়ির পরিচারিকদের টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান দুটো শিফটে কাজ করতে পারবে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মচারীররা।

Comments are closed.