মমতা; নাগরিকত্বের নামে বাইরে থেকে বাংলায় লোক ঢোকাতে চায় বিজেপি, জীবন দেব কিন্তু নাগরিকত্ব কাড়তে দেব না 

গুজরাটের বিধানসভা ভোটের মুখে সিএএ ইস্যুতে ফের উত্তপ্ত দেশের রাজনীতি। CAA নিয়ে এবার বিজেপিকে ফের একবার তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, নাগরিকত্বের নামে বাইরে থেকে বাংলায় অনুপ্রবেশ ঘটাতে চায় বিজেপি। 

বুধবার কৃষ্ণনগরের জনসভা থেকে মূখ্যমন্ত্রী বলেন, বিজেপি কিছু লোককে এদিক ওদিক থেকে ডেকে আনতে চায়। তারা বাংলার লোকই নয়। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য, তাদের নাগরিকত্ব দিয়ে, আপনাদের অধিকার ছোট করবে। পাশপাশি তাঁর প্রশ্ন, যাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে বিজেপি, তাঁরা নাগরিক না হলে তাঁদের ভোটে বিজেপি জিতল কী করে? তৃণমূল নেত্রীর কটাক্ষ, কেউ নাগরিক না হলে উনি প্রধানমন্ত্রী হলেন কী করে? আপনাদের ভোটাধিকার না থাকলে আমিই বা জিতলাম কীভাবে? 

মতুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, অপনারা এখানকার নাগরিক। নাগরিকই থাকবেন। কেউ কিছু করতে পারবে না। তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু নাগরিকত্ব কাড়তে দেব না। 

Comments are closed.