এলন মাস্ক আগেই ঘোষণা করেছিলেন, এবার ট্যুইটার থেকে ব্লু টিক হারালেন অমিতাভ-শারুখ থেকে মমতা-রাহুলও 

শুক্রবার ট্যুইটার খুলতেই দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক বা অভিনেতা অমিতাভ বচ্চন। তাবড় তাবড় ব্যক্তিত্বের প্রোফাইল থেকে উধাও ব্লু টিক। ব্লু টিকের দেখা মিলল না শারুখ খান কিংবা রাহুল গান্ধীদের প্রফাইলেও। যদিও এলন মাস্ক আগেই বলেছিলেন ট্যুইটারে ব্লু টিক পলিসি চেঞ্জ হতে চলেছে। এবার কার্যক্ষেত্রে তাই দেখা গেল। 

ট্যুইটার কেনার পরেই একগুচ্ছ বদল এনেছেন মাস্ক। সেই তালিকায় সবচেয়ে চর্চিত ছিল ব্লুক টিক নিয়ে তাঁর ঘোষণা। টেসলা কর্তা সাফ জানিয়েছিলেন, এবার থেকে আর বিনামূল্যে ব্লু টিক ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট টাকার বিনিময়ে ব্লু টিকের জন্য বিশেষ সাবস্ক্রিপশন নিতে হবে। মাস্কের এহেন ঘোষণার পর বিস্তর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। অনেকের মতে, পয়সার বিনিময়ে ব্লু টিক মিললে অনেকে অসৎ উদ্দেশ্যেও তা ব্যবহার করতে পারেন। যদিও সে সব কানে তোলেননি মাস্ক।  

ট্যুইটারের তরফে জানানো হয়েছে, যাঁরা ব্লু টিক হারিয়েছেন চাইলেই তাঁরা ফের সেটি ফিরে পাবেন। তবে তার জন্য গ্যাটের কড়ি খরচ করতে হবে। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে ট্যুইটার ব্লু-তে সাইন করতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হলেই ফিরে পাওয়া যাবে ব্লু টিক। 

Comments are closed.