এবার সংস্কৃত সহ ১৯ টি আঞ্চলিক ভাষায় হবে Translation, নতুন চমক Google-এর 

নয়া চমক Google-এর। এবার সংস্কৃত ভাষাতেও অনুবাদ করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে ভারতের আরও ১৯ টি আঞ্চলিক ভাষাতেও অনুবাদ সম্ভব হবে Google ব্যবহার করে। সম্প্রতি সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে। 

Google-এর ট্রান্সলিশন ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয়। এরমধ্যে ১৯ টি ভাষা যোগ হওয়ায় ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, বুধবার থেকে Google conference I/O চালু হয়েছে। সেখানেই একথা জানানো হয়। Google-এর সিনিয়র সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার নতুন পরিষেবা নিয়ে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই আঞ্চলিক ভাষায় অনুবাদ চালু করার জন্য তাঁদের কাছে অনুরোধ আসছিল। যে ভাষাগুলির অনুরোধ এসেছে তাদের মধ্যে সবথেকে ওপরে ছিল সংস্কৃত। 

সংস্কৃত বাদেও Google ব্যবহার করে যে আঞ্চলিক ভাষগুলি অনুবাদ করা যাবে সেগুলি হল, অসমিয়া, ভোজপুরী, ডোগর, কঙ্কনি , মৈথিলি, মিজ়ো এবং মেইটেইলন।

Comments are closed.