নববর্ষের দিন খুলে গেল রাজভবনের দরজা; আজ থেকে ঘুরে দেখতে পারবেন আপনিও 

আগেই জানানো হয়েছিল। সেই মতোই নববর্ষের শুভ সকালে সাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা। শনিবার থেকেই কলকাতা মিউজিয়ামের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হয়ে গিয়েছে হেরিটেজ ওয়াক। একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিনের হেরিটেজ ওয়াকে অংশ নেন।

নিয়ম মেনে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদই রাজ ভবনের দরজা খুলে যায়। একাধিক বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩০ জন এদিনের হেরিটেজ ওয়াকে অংশগ্রহণ করে। জানা গিয়েছে, এখন থেকে প্রতি শনিবার বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রাজভবন ঘুরে দেখার জন্য খুলে দেওয়া হবে। প্রথম দিকে শুধু মাত্র আমন্ত্রিতরাই এই হেরিটেজ ওয়াকে অংশ নেবেন। কয়েকদিন পরেই রাজভবনের ওয়েবসাইট থেকে টিকিট মিলবে। সেখানে অনলাইনে টিকিট কেটে আপনিও হেরিটেজ ওয়াকে যোগ দিতে পরবেন। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, এক একবারে ৩০ থেকে ৩৫ জন এই হেরিটেজের ওয়াকের অংশ হতে পারবেন।

এদিন হেরিটেজ ওয়াকের উদ্বোধনের সঙ্গে সঙ্গে এনসিসির একটি সাইকেল র্যালি এবং শান্তি মিছিলেরও সূচনা করেন সিভি আনন্দ বোস। সেই সঙ্গে রাজয়বাসীকে তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

Comments are closed.