আজ থেকেই প্রতিটি বেসরকারি হাসপাতালে মিলবে করোনার ন্যাজাল ভ্যাকসিন, ছাড়পত্র কেন্দ্রের

ফের আতঙ্ক করোনার। ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে দেশে ইতিমধ্যেই। কিন্তু করোনা রুখতে তৎপর কেন্দ্র। ছাড়পত্র দেওয়া হল ন্যাজাল ভ্যাকসিনকে। শুক্রবার থেকেই নেওয়া যাবে ন্যাজাল ভ্যাকসিন। কিন্তু এই ভ্যাকসিন নিতে গেলে যেতে হবে বেসরকারি হাসপাতালে। বিনামূল্যে পাওয়া যাবে এই ভ্যাকসিন। বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র দেওয়া হল ন্যাজাল ভ্যাকসিনকে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। জানা গিয়েছে, কোভ্যাকসিন বা কোভিশিল্ডের ভ্যাকসিন যাঁরা আগে নিয়েছেন, তাঁরাই এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন।

এই ভ্যাকসিনকে যুক্ত করা হয়েছে কোউইন অ্যাপের সঙ্গে।  শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। আগেই ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল এই ভ্যাকসিনকে। বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেয়েছিল ভারত বায়োটেকের ‘ইনকোভ্যাক’।

উল্লেখ্য, গত কয়েকমাস  ধরে দেশে কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু চিনে করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। যা চিন্তা বাড়িয়েছে। ইতিমধ্যে ভারতে মোট ৪ জনের শরীরে থাবা বসিয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট।

Comments are closed.