জ্বালানির দাম উর্দ্ধমুখী, রাস্তায় কম চলছে বাস, আশ্বস্থ করলেন পরিবহণ মন্ত্রী

বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। বাসের ভাড়া বেড়ে গিয়েছে অনেকটাই। তবুও রাস্তায় দেখা মিলছে না বাসের। বেসরকারি বাসের পাশাপাশি রাস্তায় কম দেখা যাচ্ছে সরকারি বাসের। রোজই সমস্যার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা।

জ্বালানির দাম বৃদ্ধির জন্য রাস্তায় কম চলছে বাস বলে স্বীকার করে নিয়েছেন বাসের মালিকরা। অন্যদিকে রাস্তার থাকা নিত্যযাত্রীদের কথায়, রাস্তায় নেমে বাসের দেখা পাওয়া যাচ্ছে না। একেই গরম এরমধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস পাওয়া যাচ্ছে না। আর বাস পেলেও সেখানে যাত্রীদের প্রচণ্ড ভিড়। আর ভাড়াও অনেকটা বেশি।

যদিও এই বিষয়ে আশ্বস্থ করেছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাস মালিকদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন ফিরহাদ হাকিম। বৈঠকে বাস ভাড়া না বাড়ানোর কথাও বলেছেন পরিবহণ মন্ত্রী। কিন্তু তবুও ভাড়া বেড়েছে বাসের। অন্যদিকে পিপিপি মডেলে ৬টি রুটে নতুন ১৫টি ই-বাস নামাচ্ছে পরিবহণ দফতর। বেসরকারি সংস্থা চালাবে এই বাস। কিন্তু সরকারের ঠিক করে দেওয়া ভাড়া নিতে হবে।

Comments are closed.