‘সাগিনা মাহাতো’র তিনধারিয়া লোকো ওয়ার্কশপের হাল ফেরাতে অর্থ বরাদ্দ

তপন সিনহার ‘সাগিনা মাহাতো’কে মনে আছে? একান্ন বছর আগে তৈরি হয়েছিল এই ছবি। ছবিতে দেখা গিয়েছিল, তিনধারিয়ার টয়ট্রেনের লাইন ধরে ‘ছোটি আশা ছোটি প্যার’ গানের দৃশ্যায়নে দিলীপ কুমার ও সায়রা বানু। সে সবই এখন অতীত। কিন্তু এখনও দাঁড়িয়ে তিনধারিয়ার টয়ট্রেনের লাইন আর লোকো ওয়ার্কশপ। তিনধারিয়ার লোকো ওয়ার্কশপকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল হিট ছবি সাগিনা মাহাতো।

তারপর অনেক বদলের সাক্ষী সাগিনার স্মৃতি বিজড়িত ওয়ার্কশপ। এখন তার বেহাল দশা। কোথাও ছাদ থেকে জল পড়ছে তো কোথাও মেঝে ভেঙে গর্ত হয়ে গেছে। তপন সিনহা, দিলীপ কুমার, সায়রা বানুর স্মৃতি বিজড়িত ওয়ার্কশপ মেরামতিতে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। টেন্ডার ডাকা হয়েছে।

এতে আশায় বুক বেঁধেছেন বহু শ্রমিক। কারণ তাঁরা আসেন, কিন্তু টয়ট্রেন চলে না বলে উৎসাহ নেই কাজে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টও ৫ কোটি টাকা বরাদ্দের কথা স্বীকার করে জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই ওয়ার্কশপকে বাঁচিয়ে রাখতে আমরা সবসময় চেষ্টা করব।

এই মুহূর্তে মুম্বাইয়ে অসুস্থ দিলীপ কুমার। স্ত্রী সায়রা বানু সামলাচ্ছেন তাঁকে। তিনধারিয়ার এই ওয়ার্কশপের কলি ফেরার খবর মনে করিয়ে দিল পুরনো স্মৃতি।

Comments are closed.