মোদী সরকারের আচ্ছে দিন! মাস পয়লাতেই ২৬ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

মাসের প্ৰথম দিনেই বাড়ল রান্নার গ্যাসের দাম। ফের ২৫ টাকা বাড়ানো হল গৃহস্থ রান্নার গ্যাসের দাম। এরফলে রান্নার গ্যাসের নতুন দাম হল ৯৩৬ টাকা।

এর আগে ১৭ অগস্ট ২৫ টাকা দাম বাড়ানো হয় রান্নার গ্যাসের। এরপর ১ সেপ্টেম্বর ফের বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। একলাফে দাম বেড়েছে ৭৩.৫০ টাকা। ফলে কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১৮৪০টাকা ৫০ পয়সা। আগে ছিল ১,৭৭০ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নাজেহাল সাধারণ মানুষ। এরমধ্যে বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম।

ওয়েস্টবেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবার রাজ্যজুড়ে চলেছে পেট্রোল পাম্প ধর্মঘট।
যারফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে জানা গেছে, বিশ্ব বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। কিন্তু ভারতে দাম কমেছেই না রান্নার গ্যাসের।

Comments are closed.