আফগানিস্তান দখলের পর প্রথম ভারত-তালিবান আনুষ্ঠানিক বৈঠক, আটকদের ফেরানো ছাড়া আর কী নিয়ে আলোচনা?

ক্ষমতা দখলের পর তালিবানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক ভারতের। বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে এই বৈঠকের কথা জানিয়েছে।

জানা গিয়েছে, তালিবানের শীর্ষ নেতৃত্বের অনুরোধেই দোহাতে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তলের সঙ্গে তালিবানের কথা হয়। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের।

সূত্রের খবর, ভারতীয়দের ফেরানোর পাশাপাশি বিদেশ নীতি, তালিবানের প্রতি ভারতের মনোভাব সহ একাধিক বিষয় উঠে এসেছে আলোচনায়।

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান দখলের পর তালিবানের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছে। গত ১৫ দিনে ১০ বার গোয়েন্দা রিপোর্টে কাশ্মীর উপত্যকায় হাই এলার্ট জারি করা হয়েছে। এই আবহে ভারতের সঙ্গে তালিবানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিকে কাবুল বিমানবন্দরে রাডার সিস্টেম অকেজো থাকায় বাণিজ্যিক উড়ান বন্ধ রয়েছে। সেক্ষেত্রে আটক ভারতীয়দের ফেরা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার পর তাদের ব্যবহৃত একাধিক সামরিক সরঞ্জাম অকেজো করে দিয়ে এসেছে। যার মধ্যে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেম অন্যতম।

জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপে রাডার কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যেই রাডার কার্যকর করে ফের বাণিজ্যিক বিমান পরিষেবা চালু করা হবে বলে খবর।

Comments are closed.