বেআইনি ভাবে করোনার ওষুধ বিলিতে দোষী সাব্যস্ত BJP সাংসদ গৌতম গম্ভীর

বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ফাউন্ডেশন কোনওরকম অনুমতির তোয়াক্কা না করে বেআইনিভাবে করোনার ওষুধ কিনে তা বিলি করেছে। এরকম সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। দিল্লির ড্রাগ কন্ট্রোলারকে নির্দেশ দিল্লি হাই কোর্টের।

কোর্টের এই কড়া মন্তব্যের কথা জেনে গৌতম গম্ভীর ভগত সিংহের না নিয়ে একটি ট্যুইট করেছেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে হাহাকার দিল্লিতে। সেই সময় নিজের অফিস থেকে করোনার ওষুধ ফ্যাবিফ্লু বিলি করছিলেন সাংসদ গম্ভীর। দেশের বিভিন্ন জায়গায় অনেক বিজেপি নেতাকেই এই কাজ করতে দেখা গেছে। তখন প্রশ্ন ওঠে যে রেমডেসিভির বা ফ্যাবিফ্লুর মতো জীবনদায়ী ওষুধ কেন বিজেপি নেতারা বিলি করবেন? এবার আদালত বলে দিল, বেআইনি ভাবে ওই কাজ করেছিলেন গৌতম গম্ভীর সহ বাকিরা। প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশও দিয়েছে দিল্লি হাই কোর্ট।

সুপ্রিম কোর্টের কাছে প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতমের সংস্থার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে বলে আদালতে জানিয়েছে দিল্লি ড্রাগ কন্ট্রোলার বোর্ড তথা (ডিসিজিআই)।

একই সঙ্গে সাংসদ প্রবীণ কুমারের বিরুদ্ধেও একই অভিযোগে ড্রাগ এবং কসমেটিক্স আইনে মামলা করা হয়েছে বলেও আদালতে জানিয়েছে ড্রাগ কন্ট্রোলার বোর্ড।

দিল্লি ড্র্যাগ কন্ট্রোলকে গৌতম গম্ভীরের বিরুদ্ধে বেআইনি করোনার ওষুধ মজুত করার মামলায় একটি রিপোর্ট দিতে বলেছিল দিল্লি হাইকোর্ট। সেই রিপোর্টই পেশ করেছে তারা। ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া কতটা এগোলো তা জানানোর জন্য ড্রাগ কন্ট্রোলকে ৬ সপ্তাহ সময় দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২৯ জুলাই।

Comments are closed.