বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি বেশ কিছু শিশুশিল্পী ও আমাদের মনে দাগ কেটে গিয়েছে। এর আগে আমরা শিশুশিল্পী হিসেবে পেয়েছি পটল, ভুতু, রাখি, বন্ধন কে। এদের প্রত্যেকেরই অভিনয় আমাদের দর্শকদের মন জয় করে নিয়েছে। আমরা যখন এদের দেখেছিলাম তখন প্রত্যেকেই নেহাতই ছোটো ছিল। কিন্তু বর্তমানে সময় পাল্টেছে, সময়ের সাথে সাথে প্রত্যেকেই বড় হয়েছে। আসুন দেখে নেওয়া যায় বর্তমানে শিশুশিল্পীরা কেমন আছে, কি করছে।
১. বন্ধন : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাখি বন্ধনে বন্ধন চরিত্রে আমরা শিশু শিল্পী সোহম কে অভিনয় করতে দেখতে পেয়েছি। সোহমের চরিত্র প্রত্যেকেরই মন কেড়েছিল। বোনের প্রতি দায়িত্ব, যত্নশীল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। বর্তমানে সোহম সাউথ পয়েন্ট স্কুলে পড়াশুনা করছে।
২. রাখি : বন্ধনের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন মিষ্টি একটা ছোট্ট মেয়ে। তার আসল নাম কৃতিকা চক্রবর্তী। তার ওই মিষ্টি মুখের আদো আদো কথা সকলেরই মন ছুঁয়েছিল। বর্তমানে কৃতিকা যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে পড়াশুনা করছে।
৩. পটল : স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা। এই ধারাবাহিক দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেয়েছিলো। ছোটো পটলের ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিল শিশু শিল্পী হিয়া দে। বর্তমানে হিয়া অনেক বড় হয়ে গেছে। সে এখন জি ডি বিড়লা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাক্টিভ থাকে হিয়া। মাঝেমধ্যেই তার বিভিন্ন রিল ভিডিও আমরা দেখতে পাই ইনস্টাগ্রামে।
৪. ভুতু : জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ভুতুর কথা আশা করি আপনাদের সকলের মনে আছে ছোটদের তো বটেই এর পাশাপাশি বড়দের মনও জয় করে নিজের ছোট্ট মিষ্টি ভুতু। আর সেই ছোট্ট ভূতুর চরিত্রে আমরা দেখতে পেয়েছি শিশু শিল্পী আর্শিয়া মুখার্জি কে। বর্তমানে আর্শিয়া জি ডি বিড়লা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
৫. জবার ছোট্ট মেয়ে : স্টার জলসার পর্দায় দীর্ঘ ৪ বছর ধরে চলা জনপ্রিয় ‘কে আপন কে পর’ ধারাবাহিকে জবার ছোট মেয়ের চরিত্রে অভিনয় করেছিল শিশুশিল্পী তানিষ্কা তিওয়ারি। এছাড়াও তানিষ্কা কে জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে অংশ নিতে দেখা গিয়েছিল। বর্তমানে সে সপ্তম শ্রেণীর ছাত্রী। তার বয়স ১৩ বছর।
Comments are closed.