গোয়ায় প্রভাব বিস্তার তৃণমূলের, ঘাসফুল শিবিরে যোগ দিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ডিফেন্ডার ডেনজিল ফ্রাঙ্কো ও প্রাক্তন বক্সার লেনি দা গামা

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ডিফেন্ডার ডেনজিল ফ্রাঙ্কো এবং প্রাক্তন বক্সার লেনি দা গামা। শনিবার গোয়ায় একটি অনুষ্ঠানে বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন গোয়ার এই দুই জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব।

উত্তর-পূর্ব ভারতে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরাই ইতিমধ্যে পা রেখেছে তৃণমূল। অভিষেক ব্যানার্জি হুঙ্কার দিয়েছেন, যেখানে পা রাখে সেখানে জয় করেই ফেরে তৃণমূল। ত্রিপুরার পাশাপাশি অসম, মেঘালয় ও গোয়াতে জায়গা করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফালেরিও সহ ১০ জন প্রথমসারির নেতা কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন। আর কিছুদিনের মধ্যে তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সেখানে যাবেন বলে জানা গেছে।

২০২২ সালে গোয়ায় বিধানসভা নির্বাচন।
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ডিফেন্ডার ডেনজিল ফ্রাঙ্কো বিধানসভা ভোটে লড়তেও আগ্রহী। আর লামার অভিযোগ, গোয়ায় খেলাধুলা নিয়ে কংগ্রেস ও বিজেপি উদাসীন।

তৃণমূলে যোগদান করে তাঁরা জানিয়েছেন, দলনেত্রী মমতা ব্যানার্জি যেভাবে খেলার মান বাড়াতে বাংলার ক্লাবগুলিকে সাহায্য করছেন, সেই দেখে মনে হচ্ছে, গোয়াতেও খেলাধুলার উন্নয়ন হবে।

Comments are closed.